• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

মোবাইল কোর্ট দেখে জাল নোট খেয়ে ফেলার চেষ্টা

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৭ মার্চ ২০২৩  

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জাল নোট বহনের দায়ে একজনকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার বিকেলে নবীনগর পৌর এলাকার চাল বাজার থেকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে সাজা দেন নবীনগর ইউএনও একরামুল ছিদ্দিক।

সাজাপ্রাপ্ত জুরু মিয়া (৪৫) ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউপির বেল্লা গ্রামের নুরু মিয়ার ছেলে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নবীনগর ইউএনও একরামুল ছিদ্দিক বলেন, নবীনগর পৌর এলাকার চাল বাজারে প্রায় চাল ক্রয়-বিক্রয় করতেন জরু মিয়া। রোববার বিকেলে চাল ক্রয় করে জরু দোকানিকে জাল নোট দেন। টাকা দেখে দোকানির সন্দেহ হলে তাকে আটক করে স্থানীয়রা উপজেলা প্রশাসন ও পুলিশকে খবর দেয়। প্রশাসনকে দেখে সে ১টি এক হাজার টাকার জাল নোট খেয়ে ফেলার চেষ্টা করে। তার কাছ থেকে ১ হাজার টাকার ৪টি জাল নোট উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়। জালনোট ব্যবসায়ী ও বহনকারীর সন্ধান পেলে উপজেলা প্রশাসনকে অবহিত করার অনুরোধ করেন।