• বৃহস্পতিবার ০৫ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ২০ ১৪৩০

  • || ১৯ রবিউল আউয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

সাতক্ষীরায় অস্ত্রসহ বিএনপি নেতা গ্রেফতার

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৩ জুন ২০২৩  

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় অস্ত্রসহ বিএনপি নেতা শেখ মাসুম বিল্লাহ শাহীনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার ভোর পৌনে ৫টার দিকে উপজেলার গোপালপুর গ্রামে হাফিজুর রহমানের মাছের ঘেরের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটারগানসহ দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করে পুলিশ।

গ্রেফতারকৃত শেখ মাসুম বিল্লাহ শাহীন সাতক্ষীরা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য। তিনি সাতক্ষীরা শহরের দক্ষিণ কাটিয়া গ্রামে মৃত মোশারফ হোসেনের ছেলে।

শ্যামনগর থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল বলেন, শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্র বিকিকিনির খবর জানতে পেরে ঐ এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় অস্ত্র ও গুলিসহ বিএনপি নেতা শেখ মাসুম বিল্লাহ শাহীনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা করে গ্রেফতারকৃত বিএনপি নেতাকে জেল হাজতে পাঠানো হয়েছে।