• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

যুবককে হাতুড়িপেটা করে ২০ মণ পেঁয়াজ লুট

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৬ জুন ২০২৩  

ফরিদপুরের সালথা উপজেলায় গোলাম আলী (২৩) নামে এক যুবককে হাতুড়িপেটা করে তার সঙ্গে থাকা প্রায় ২০ মণ পেঁয়াজ লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। স্থানীয় আধিপত্য বিস্তারের জের ধরে অপরপক্ষ এ হামলা করে বলে জানা গেছে।
সোমবার সকালে পেঁয়াজ নিয়ে হাটে বিক্রি করতে যাওয়ার সময় ভাবুকদিয়া নামকস্থানে এ ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত গোলাম আলী একই উপজেলার খোয়াড় গ্রামের শামচেল ফকিরের ছেলে।

স্থানীয়রা জানায়, সকালে বাড়ি থেকে দুটি ভ্যানে করে প্রায় ২০ মণ পেঁয়াজ নিয়ে হাটে বিক্রি করতে বালিয়াগট্টি বাজারে যাচ্ছিলেন গোলাম আলী। পথিমধ্যে ভাবুকদিয়ায় পৌঁছালে তার ওপর হামলা চালিয়ে হাতুড়ি ও লাঠিসোটা দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। তার শরীরের বিভিন্ন স্থানে এবং পায়ে হাতুড়ি দিয়ে পেটানো হয়। ভাবুকদিয়ার আতিক, হাসিব, ইমনসহ আরো কয়েকজন এ হামলায় জড়িত বলে আহতের পরিবার জানায়।

স্থানীয়রা আরো জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিদ্যমান বিবাদের জের ধরে অপরপক্ষ এ হামলা করে। আহত গোলাম আলী উপজেলা চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বরের অনুসারী বলে তারা জানায়।

এ ব্যাপারে সালথা থানার ওসি মো. শেখ সাদিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।