• বৃহস্পতিবার ০৫ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ২০ ১৪৩০

  • || ১৯ রবিউল আউয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

গোপন বৈঠককালে জামায়াত আমির-সেক্রেটারিসহ আটক ১০

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৭ জুন ২০২৩  

রাজধানীর বনানী থানা জামায়াতে ইসলামীর আমির তাজুল ইসলাম ও সেক্রেটারি মাওলানা রাফিসহ ১০ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৬ জুন) রাত সাড়ে ৯টার দিকে ওয়ারলেস গেটের নবাবী রেস্টুরেন্টে গোপন বৈঠককালে তাদের আটক করা হয়।

রাত সাড়ে ১০টার দিকে ডিএমপির মিডিয়া শাখার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কে এন নিয়তি রায় এ তথ্য জানান।

তিনি বলেন, ‘রাত সাড়ে ৯ টায় ওয়ারলেস গেটের নবাবী রেস্টুরেন্টে গোপন বৈঠককালে বনানী থানা জামায়াতের আমির তাজুল ইসলাম ও সেক্রেটারি মাওলানা রাফিসহ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের ১০ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে।’

বানানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘তারা (জামায়াত-শিবির নেতাকর্মী) আগামী ১০ তারিখে সমাবেশ ও মিছিলকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনা করছিল। এ সময় অভিযান চালিয়ে আমরা ১০ জনকে আটক করেছি। তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।’