• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

পিরোজপুর সংবাদ

চট্টগ্রামে বিমানের সিটের নিচে মিলল সাড়ে ৩ কোটি টাকার সোনা

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৩  

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিমানে তল্লাশি চালিয়ে সিটের নিচ থেকে ৩৮টি সোনার বার উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৯ নভেম্বর) দিবাগত রাতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একটি একটি টিম চালানটি জব্দ করে। তবে চালানটির মালিক খুঁজে পায়নি সংস্থাটি।

উদ্ধার হওয়া সোনার বারগুলোর ওজন চার কেজি ৪২০ গ্রাম। এগুলোর বাজারমূল্য ৩ কোটি ৫৪ লাখ টাকা।

কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, বুধবার দিবাগত রাত ৭ টা ৪৪ মিনিটে শারজাহ থেকে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইট চট্টগ্রাম পৌঁছে। পরে বিমানটি তল্লাশি করে কাস্টমস গোয়েন্দার একটি টিম। এসময় বিমানের একটি সিটের নিচে কালো স্কচটেপ মোড়ানো দুটি প্যাকেট পাওয়া যায়। এগুলো কাস্টমস ব্যাগেজ কাউন্টারে বিভিন্ন সংস্থার প্রতিনিধির উপস্থিতিতে খোলা হয়। পরে সেখান থেকে ৩৮টি সোনার বার উদ্ধার করা হয়।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবদুল মতিন তালুকদার বলেন, উদ্ধার হওয়া সোনার বারগুলো চট্টগ্রামে কাস্টমস হাউসে পাঠানো হয়েছে।