• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

পদ্মা সেতু: শেষের পথে মুভমেন্ট জয়েন্টের কাজ

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২১  

পদ্মা সেতু যানচলাচল উপযোগী করতে চলছে শেষ পর্যায়ের কাজ। সেতুর প্যারাপেট ওয়াল, ডিভাইডার শেষ হওয়ার পর মুভমেন্ট জয়েন্টের কাজও সম্পন্ন হওয়ার পথে। আর গ্যাস লাইনের কাজও অর্ধেকের বেশি স্থাপন হয়ে গেছে।

পুরো দৃশ্যমান স্বপ্নের পদ্মা সেতু। এখন ক্রমেই যান চলাচল উপযোগী হয়ে উঠছে। শেষ পর্যায়ের কাজ চলছে এখন। সেতুর প্যারাপেট ওয়াল ও ডিভাইডার কাজ শেষ হওয়ার পর মুভমেন্ট জয়েন্টের কাজও সম্পন্ন হওয়ার পথে।

এদিকে, গ্যাস লাইনের কাজও অর্ধেকের বেশি স্থাপন হয়ে গেছে। নিচ তলায় রেলওয়ে স্ল্যাবের ওপরের কংক্রিটিংও সম্পন্ন। সেতুর নান্দনিক নির্মাণশৈলীর প্রকৃত রূপ ফুটে উঠতে শুরু করেছে। নদী শাসনের কাজও চূড়ান্ত পর্যায়ে এখন।

সেতুর দুই পাশের ভায়াডাক্টের সঙ্গে এক্সপ্রেসওয়ের যুক্ত করার কাজও শেষ। আগেই বসানো হয়েছে টোল প্লাজা।

মুভমেন্ট জয়েন্টের কাজ শেষ হলেই সেতুর কার্পেটিং কাজে গতি পাবে। মূল সেতুর অগ্রগতি ৯৫ শতাংশের বেশি বলে জানালেন সেতুর প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম।

তিনি বলেন, পদ্মা সেতুর সার্বিক অগ্রগতি ৮৯ শতাংশ। সেতুর অগ্রগতি ৯৫ দশমিক ২৫ শতাংশ। আর নদী শাসনের অগ্রগতি হলো ৮৬ দশমিক ৫ শতাংশ।    

বাংলাদেশের সক্ষমতার স্মারক এই সেতু আগামী ৩০ জুন খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার।