• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

প্রথমবার হিলি দিয়ে এলো ভারতের সরিষা

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২২ মে ২০২২  

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে সরিষা আমদানি করা হয়েছে। দেশে চাহিদা থাকায় এ বন্দর দিয়ে প্রথমবারের মতো মেসার্স সামিয়া ট্রেডার্স নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান ভারতের রাজস্থান থেকে এসব সরিষা আমদানি করেছেন।

আমদানি কারকপ্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, সয়াবিন তেলের দাম বাড়ায় সরিষা তেলের চাহিদা বেড়েছে। তাই এ বন্দর দিয়ে প্রথমবারের মতো সরিষা আমদানি করা হয়েছে। প্রতি কেজি সরিষা বন্দরে বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজিতে। দেশের বিভিন্ন জায়গায় ওয়েল মিল এসব সরিষা কিনছে।

হিলি কাস্টমসের তথ্য মতে, গত তিনদিনে ভারতীয় ১৮টি ট্রাকে ৫৩৭ টন সরিষা আমদানি হয়েছে।

মেসার্স সামিয়া ট্রেডার্সের স্বত্বাধিকারী আমদানিকারক আহম্মেদ কবির বলেন, এর আগে এ বন্দর দিয়ে কোনো আমদানিকারক সরিষা আমদানি করেননি। সম্প্রতি দেশে তেল উৎপাদনের জন্য মিলগুলোর চাহিদা থাকায় প্রথমবারের মতো সরিষা আমদানি হয়েছে। আমদানিকৃত সরিষা গোবিন্দগঞ্জের মামা-ভাগনে ওয়েল ও বগুড়া ওয়েল মিলসহ বেশ কয়েকটি মিলে সরবরাহ করা হচ্ছে।

জানতে চাইলে হিলি কাস্টমের রাজস্ব কর্মকর্তা নুরুল হক খান বলেন, সরিষা একটি শুল্কমুক্ত পণ্য। এরপরও এ পণ্যগুলো ভারত থেকে এলে আমরা সঠিকভাবে খালাসের ব্যবস্থা করে থাকি। যাতে আমদানিকারকরা নিরুৎসাহিত না হয়।