• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ

সাধারণ মানুষ যাতে খুশি হয় সেভাবেই বাজেট তৈরি করা হয়েছে

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৩ জুন ২০২৩  

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, সাধারণ মানুষকে যাতে খুশি করা যায়, সেভাবেই আমরা বাজেট প্রণয়ন করি। কাজেই নির্বাচনকে কেন্দ্র করে বাজেট দেওয়াকে আমি কোনো অন্যায় মনে করি না।

শুক্রবার (২ জুন) বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।  

তিনি বলেন, গত ১৪ বছরে আমরা ১৫টি বাজেট দিয়েছি। বাজেটে আমরা যেসব প্রতিশ্রুতি দিয়েছিলাম সব সম্পন্ন করেছি। পদ্মা সেতু থেকে শুরু করে সব করা হয়েছে। ৪ লাখ ৮৪ হাজার কোটি টাকা ছিল আমাদের জিডিপি। এখন ৮-৯ গুণ বৃদ্ধি পেয়েছে।  

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, অর্থমন্ত্রী আ হ ম কামাল, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম, শিক্ষামন্ত্রী ড. দীপু মনি, বা‌জিণ‌্যমন্ত্রী টিপু মুন‌শি, ‌শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থনীতিবিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার, এনবিআরের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম, অর্থ সচিব ফা‌তেমা ইয়াস‌মিন প্রমুখ।

এর আগে বৃহস্পতিবার (১ জুন) জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে ২০২৩-২০২৪ অর্থবছরের জন্য প্রস্তাবিত জাতীয় বাজেট সংসদে পেশ করেন অর্থমন্ত্রী। প্রস্তাবিত বা‌জে‌টে আকার ধরা হয় ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা।