• সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২৫ ১৪৩০

  • || ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
যুক্তরাষ্ট্র যেন বাংলাদেশকে আর মানবাধিকার শেখাতে না আসে: রাষ্ট্রপতি মার্চের দিকে দুর্ভিক্ষ ঘটাতে ষড়যন্ত্র হচ্ছে বিএনপির পরবর্তী পরিকল্পনা দেশে দুর্ভিক্ষ ঘটানো : প্রধানমন্ত্রী আজ কালকিনি হানাদার মুক্ত দিবস বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিডিপিতে বস্ত্র খাতের অবদান ১৩ শতাংশ : প্রধানমন্ত্রী নিউজউইকে নিবন্ধে প্রধানমন্ত্রী প্রথমবার যাত্রী নিয়ে পর্যটন নগরীতে পৌঁছাল ‘কক্সবাজার এক্সপ্রেস’ ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার অ্যাওয়ার্ডে ভূষিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ুর প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তার আহ্বান প্রধানমন্ত্রীর

সেপ্টেম্বরে মূল্যস্ফীতি কমে ৯.৬৩ শতাংশ

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৩  

চলতি বছরের সেপ্টেম্বর মাসে মূল্যস্ফীতি আগের মাসের তুলনায় কিছুটা কমেছে। আগস্টের চেয়ে সেপ্টেম্বরে শতকরা হিসেবে শূন্য দশমিক ২৯ পয়েন্ট কমে মূল্যস্ফীতি ৯ দশমিক ৬৩ শতাংশে দাঁড়িয়েছে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিবিএস মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য প্রকাশ করেছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, আগস্টে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৯২ শতাংশ।

এদিকে, সামগ্রিক খাদ্য মূল্যস্ফীতিও কিছুটা কমেছে। আগস্টের ১২ দশমিক ৫৪ শতাংশ থেকে সেপ্টেম্বরে শূন্য দশমিক ১৭ পয়েন্ট কমে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে ১২ দশমিক ৩৭ শতাংশ।

আগেস্টের তুলনায় সেপ্টেম্বরে শহর এবং গ্রামেও মূল্যস্ফীতি কমেছে। সেপ্টেম্বরে শহরে মূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক ২৪ শতাংশ, আগস্টে ছিল ৯ দশমিক ৬৩ শতাংশ।

এই সময়ে গ্রামে মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৯ দশমিক ৭৫ শতাংশ। যা আগস্টে ছিল ৯ দশমিক ৯৮ শতাংশ।