• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রীর আশ্বাসে বিক্ষোভ স্থগিত

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২ অক্টোবর ২০২১  

শিক্ষামন্ত্রী দীপু মনির আশ্বাসে সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চলমান বিক্ষোভ কর্মসূচি স্থগিত করা হয়েছে।

একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য, রেজিস্ট্রারকে অবরুদ্ধ করে রাখার কর্মসূচি থেকেও সরে এসেছেন তারা।

১৪ শিক্ষার্থীর চুল কেটে দেওয়া নিয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফারহানা ইয়াসমিনের স্থায়ী বহিস্কারের দাবিতে বিক্ষোভ করছিলেন ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাংশ। 

নাজমুল হাসান বলেন, ‘আজ (শনিবার) সকালে শিক্ষামন্ত্রী নিজে আমাদের কাছে ফোন করেন। আমাদের ও আমাদের দাবির প্রতি সহানুভূতি দেখান তিনি। কুরুচিপূর্ণ ওই শিক্ষককে স্থায়ীভাবে বহিস্কারের জন্য সরকার তথা মন্ত্রণালয়ের পক্ষ থেকে তিনি আমাদের আশ্বস্ত করেছেন। তাই সরকার, তথা আইন এবং শিক্ষা মন্ত্রীর প্রতির শ্রদ্ধা রেখে আমাদের কর্মসূচি কিছুটা শিথিল করেছি। ভিসিসহ শিক্ষকদের অবরোধ করার কর্মসূচি আমরা প্রত্যাহার করছি।’

শিক্ষক ফারহানা ইয়াসমিনের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় গত বুধবার রাতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট তাকে সাময়িকভাবে বহিস্কার করে। তবে বিক্ষোভরত শিক্ষার্থীরা তাকে স্থায়ীভাবে বহিস্কারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বসে থাকে। গত বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম চলমান থাকলেও বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত রাখা হবে।