• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ

রাবিতে দ্বিতীয় দিনের ভর্তি পরীক্ষা সম্পন্ন

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৫ অক্টোবর ২০২১  

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের দ্বিতীয় দিনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় ‘এ’ ইউনিটের প্রথম শিফটের পরীক্ষা শুরু হয়ে সকাল সাড়ে ১০টায় শেষ হয়েছে। এদিন দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত দ্বিতীয় শিফট ও বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত তৃতীয় শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত সোমবার ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ‘এ’ ইউনিটে ২ হাজার ৬৯ টি আসনের বিপরীতে আবেদন করেছে ৪৩ হাজার ৫৫৮ জন। ‘এ’ ইউনিটে প্রতি আসনের বিপরীতে পরীক্ষা দিয়েছেন ২১ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। এছাড়া ‘বি’ ইউনিটে আবেদন করেছে ৩৯ হাজার ৮৯৫ জন। 

রাবিতে এবারের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের নির্ধারিত আসন ছিল ১ লাখ ৩৫ হাজার। তবে চূড়ান্তভাবে আবেদন করেছে ১ লাখ ২৭ হাজার ৬৪৬ জন শিক্ষার্থী।

বুধবার 'বি’ ইউনিটের (বাণিজ্য) পরীক্ষার মধ্য দিয়ে শেষ হবে এবারের ভর্তি পরীক্ষা।