• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

এসএসসিতে পাসে সেরা ময়মনসিংহ শিক্ষা বোর্ড

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২১  

এবারের এসএসসি পরীক্ষায় গড় পাসের হারে শীর্ষ হয়েছে ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এই বোর্ডে পাসের হার ৯৭ দশমিক ৫২ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ৯২ জন।

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর ও শেরপুর জেলায় এক হাজার ২৯২টি প্রতিষ্ঠান থেকে এক লাখ ৩০ হাজার ৮৬৩ জন পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে এক লাখ ২৭ হাজার ৬১৮ পরীক্ষার্থী।

ময়মনসিংহ জেলায় ৫৬ হাজার ৯৩৭ জন পাস করেছে। এ ছাড়া নেত্রকোনায় ২৩ হাজার ৩১৯, জামালপুরে ৩০ হাজার ২৪৭ ও শেরপুরে ১৭ হাজার ১১৫ জন পাস করেছে।

ময়মনসিংহ বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক কামাল হোসেন জানান, বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. গাজী হাসান কামাল পরীক্ষার ফলাফল হস্তান্তর করেন। এর পরপরই এসএসসির ফল প্রকাশ করা হয়েছে। 

প্রসঙ্গত, গত ১৪ নভেম্বর সারাদেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়ে ৩০ নভেম্বর শেষ হয়। এবার মোট পরীক্ষার্থী ছিল ২২ লাখ ৪০ হাজার ৩৯৫ জন। এর মধ্য উত্তীর্ণ হয়েছে ২০ লাখ ৯৬ হাজার ৫৪৬ জন। মোট পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ।