• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

ঢাবির ভর্তিচ্ছুদের সহায়তায় ছাত্রলীগ যেনো আস্থার ঠিকানা

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৫ জুন ২০২২  

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা চলছে। এবারো ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তায় জন্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জেলা, উপজেলা, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনগুলোর বিভিন্ন তথ্য ও সহায়তা কেন্দ্র বসিয়েছে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায়। 

তবে এসব সংগঠনের সহায়তায় সীমাবদ্ধতা থাকলেও শিক্ষার্থীদের যেকোনো দরকারে ছাত্রলীগের অবস্থান সবার আগে। 

পরীক্ষার্থীকে কেন্দ্র খুঁজতে সহায়তা করা, দূরের কেন্দ্রে পরীক্ষার্থীকে পৌঁছে দিতে বিনামূল্যে জয় বাংলা বাইক সার্ভিস প্রদান, ব্যাগপত্র, মোবাইলসহ প্রয়োজনীয় জিনিস জমা রাখা, অভিভাবকদের বাসার স্থান দেয়াসহ বিভিন্ন সহায়তা করে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। 

ভর্তি পরীক্ষার সময় সরেজমিনে ঘুরে দেখা যায়, ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে বিভিন্ন হল ছাত্রলীগের টিমের সহায়তায় ভর্তি পরীক্ষার্থীদের জন্য হেল্প ডেস্ক, জরুরি মেডিকেল সেবা, জয় বাংলা বাইক সার্ভিস, মাস্ক, কলম ও পানি সরবরাহ করছে তারা। এছাড়াও অভিভাবক ছাউনির মাধ্যমে শিক্ষার্থীদের সঙ্গে আগত অভিভাবকদের বিশ্রামের ব্যবস্থা, শিক্ষার্থীদের ব্যবহৃত অথচ পরীক্ষাকেন্দ্রে নেয়ার অনুপযোগী জিনিসপত্র রাখার ব্যবস্থা; শিক্ষার্থী ও তাদের সঙ্গে আগত অভিভাবকের ব্যবহারের জন্য ভ্রাম্যমাণ টয়লেটের ব্যবস্থা; প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য হুইলচেয়ার ও প্রয়োজনীয় লজিস্টিক সরবরাহ এবং তাৎক্ষণিক চিকিৎসা সেবা দেয়ার জন্য প্রাথমিক চিকিৎসাকেন্দ্র গঠন করতে দেখা যায়। 

সব ধরনের সেবা প্রদান করায় ছাত্রলীগের স্থাপন করা এসব হেল্প ডেস্কগুলোতে শিক্ষার্থীদের সমাগম বেশি লক্ষ্য করা যায়৷ শিক্ষার্থীদের সঙ্গে আনা জিনিসপত্র সংগ্রহ ও বিনামূল্যে খাবার পানি সরবরাহ, বাইক সার্ভিস দিতে সক্ষম নয় অনেক সংগঠনই। সেখানে এসব সেবা প্রদান করে শিক্ষার্থীদের মনে জায়গা করে নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। ছাত্রলীগের এসব সেবায় সন্তোষও প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীরা। 

চট্টগ্রাম থেকে ভর্তি পরীক্ষা দিতে আসা শিহাব উদ্দিন বলেন, আমাদের জেলা ভিত্তিক সংগঠন নেই আর উপজেলা পর্যায়ের সংগঠনগুলো জিনিসপত্র জমা নিচ্ছে না৷ সঙ্গে কেউ না আসায় এই জিনিসগুলো কারও কাছে রাখতে পারিনি৷ কিন্তু ছাত্রলীগের এখানে ভাইরা আমাদের জিনিসগুলো একটি টোকেনের মাধ্যমে জমা নিচ্ছে৷ এখন একটু চিন্তামুক্ত হলাম৷ 

মল চত্বরে স্থাপন করা অভিভাবক ছাউনিতে বসা কয়েকজনের সঙ্গে কথা হয় । তারা জানায়, এখানে বসার জায়গাটা সুন্দর হয়েছে৷ খোলা মেলা হওয়ার কারণে চারদিক থেকে বাতাস আসছে ভালোই৷ দেড় ঘণ্টা দাঁড়িয়ে থাকা আর মাঠে বসা একটু কষ্টের৷ এই ব্যবস্থাটা আরো বড় পরিসরে হলে সবাই এখানে বসতে পারত৷ 

ছাত্রলীগের এই কার্যক্রম নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন বলেন, বাংলাদেশ ছাত্রলীগ শিক্ষার্থীদের আস্থার ঠিকানা৷ ছাত্রলীগের সঙ্গে শিক্ষার্থীদের সম্পৃক্ততা অনেক৷ তাই শিক্ষার্থীদের সহায়তায় আমাদের এই বিশাল কর্মযজ্ঞ৷ শিক্ষার্থীদের সহায়তার এই কার্যক্রম সর্বপ্রথম ছাত্রলীগই শুরু করেছে তারই ধারাবাহিকতায় অন্যান্য সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনগুলো এই কার্যক্রমে অংশগ্রহণ করছে৷ আমরা শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের বিভিন্ন সমস্যাগুলো সমাধানের জন্য বিভিন্ন সৃজনশীল কর্মসূচি পরিচালিত করি৷ তারই ধারাবাহিকতায় এবারো আমরা হেল্প ডেস্ক, জরুরি মেডিকেল সেবা, জয় বাংলা বাইক সার্ভিস, মাস্ক, কলম ও পানি সারবরাহ, অভিভাবক ছাউনি, শিক্ষার্থীদের ব্যবহৃত অথচ পরীক্ষাকেন্দ্রে নেয়ার অনুপযোগী জিনিসপত্র রাখার ব্যবস্থা, ভ্রাম্যমাণ টয়লেটের ব্যবস্থা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য হুইলচেয়ার ও প্রয়োজনীয় লজিস্টিক সরবরাহ করছি৷