• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ

হাতের তিন লক্ষণ জানান দেবে আপনি হৃদরোগে আক্রান্ত কি না

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৫ মে ২০২২  

আজকাল অনেকেই হার্টের সমস্যায় ভুগছেন। ব্যস্ততার কারণে অনিয়মিত খাওয়াদাওয়া, অস্বাস্থ্যকর জীবনযাপন, অতিরিক্ত মানসিক চাপ ইত্যাদি এই সমস্যা সৃষ্টি হওয়ার মূল কারণ। জীবনযাত্রা সম্পর্কে সচেতন না হলে একটা বয়সের পর থাবা বসাতে পারে হৃদরোগ।

বিশেষ কর উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল, ডায়াবেটিস থাকলে এই বিষয়ে আরো সতর্ক হওয়া জরুরি। যেকোনো রোগের ক্ষেত্রে যদি আগে থেকে তা শনাক্ত করা যায় তাহলে চিকিৎসার ক্ষেত্রেও বাড়তি সুবিধা পাওয়া যায়। বুকে ব্যথা, শ্বাসকষ্ট, অতিরিক্ত ঘাম হওয়ার মতো লক্ষণগুলো ছাড়াও আপনি হৃদরোগে আক্রান্ত কি না তা জানান দেবে আপনার হাত।

চলুন তবে জেনে নেয়া যাক হাতের কোন লক্ষণগুলো বলে দেবে আপনার হার্টের সমস্যা রয়েছে কি না- 

নখের নিচে হালকা রেখা দেখা দিলে

লক্ষ্য করলে দেখা যাবে অনেক সময় নখের নিচে লাল বা বেগনি রঙের হালকা সূক্ষ্ম একটি রেখা দেখা যায়। চিকিৎসা পরিভাষায় যা স‌্প্লিন্টার হেমারোজিং নামে পরিচিত। এই লক্ষণটি হৃদরোগের অন্যতম লক্ষণ। নখের নিচে এমন রেখা এবং সেই সঙ্গে মাঝেমাঝে জ্বর বা অনিয়মিত হৃদ্স্পন্দনের মতো সমস্যা থাকলে অতি অবশ্যই হৃদ‌রোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন।

আঙুলের ডগা ফুলে যাওয়া

আঙুলের ডগা ফুলে যাওয়াও হৃদরোগের লক্ষণ হতে পারে। ফুলে যাওয়া ছাড়াও হৃদরোগের সমস্যা থাকলে নখের বৃদ্ধিও হ্রাস পায়। তবে সব আঙুলে নয়। তর্জনী ও বুড়ো আঙুলেই মূলত হৃদ‌যন্ত্র জনিত এই সমস্যার লক্ষণগুলো প্রকাশ পায়।

হাতের তালু বিবর্ণ হয়ে যাওয়া

হাতের তালু লাল, বাদামি বা বিবর্ণ হয়ে যাওয়াও হার্টের সমস্যার লক্ষণ। হৃদযন্ত্র এবং তার পার্শ্ববর্তী রক্তনালীতে ব্যাক্টেরিয়া সংক্রমণের ফলে এমন হতে পারে। এমন লক্ষণ দেখা দিলে অতি অবশ্যই হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন।