• সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২৫ ১৪৩০

  • || ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
যুক্তরাষ্ট্র যেন বাংলাদেশকে আর মানবাধিকার শেখাতে না আসে: রাষ্ট্রপতি মার্চের দিকে দুর্ভিক্ষ ঘটাতে ষড়যন্ত্র হচ্ছে বিএনপির পরবর্তী পরিকল্পনা দেশে দুর্ভিক্ষ ঘটানো : প্রধানমন্ত্রী আজ কালকিনি হানাদার মুক্ত দিবস বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিডিপিতে বস্ত্র খাতের অবদান ১৩ শতাংশ : প্রধানমন্ত্রী নিউজউইকে নিবন্ধে প্রধানমন্ত্রী প্রথমবার যাত্রী নিয়ে পর্যটন নগরীতে পৌঁছাল ‘কক্সবাজার এক্সপ্রেস’ ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার অ্যাওয়ার্ডে ভূষিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ুর প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তার আহ্বান প্রধানমন্ত্রীর

যেসব অভ্যাসে মস্তিষ্কের ক্ষতি হয়

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৩  

নিজেদের অজান্তে প্রতিদিন আমরা নানা ধরনের রাসায়সিক এবং অনাকাঙ্খিত সব উপাদানের সংস্পর্শে আসি। এসবের মধ্যে কিছু ক্ষতিকর নয়, কিছু আবার মস্তিষ্কের জন্য খুবই ক্ষতিকর।
চলুন এক নজরে দেখে নেয়া যাক ক্ষতিকর অভ্যাগগুলো-

১. মোবাইল থেকে নির্গত নীল আলো মস্তিষ্কের জন্য খুবই ক্ষতিকর। এই আলো ঘুমের ব্যাঘাত ঘটায়।
২. অনেকের খাওয়ার, ঘুমের সময়ের ঠিক থাকে না। এসব বদভ্যাস মস্তিষ্কে নেতিবাচক প্রভাব ফেলে।
৩. অতিরিক্ত মানসিক চাপ মস্তিষ্কে চাপ ফেলে। মানসিক চাপ কমানো এবং নানারকম কর্মকাণ্ডে সক্রিয় থাকলে মস্তিষ্কে চাপ কমে।
৪.অনেকরাত পর্যন্ত জেগে থাকা মস্তিষ্কে খারাপ প্রভাব ফেলে।
৫. পর্যাপ্ত সামাজিকরণের অভাব এবং একাকীত্ব মানুষের মধ্যে বিষন্নতা তৈরি করে। মস্তিস্কে এর খারাপ প্রভাবও পড়ে।
৬. একটানা অনেকক্ষণ বসে কাজ করা মস্তিষ্কে নেতিবাচক প্রভাব ফেলে। এ কারণে প্রতি ১৫ থেকে ৩০ মিনিট পর পর বসা থেকে উঠতে বলা হয়।
৭.  মনোসোডিয়াম গ্লুকোমেটের মতো বিভিন্ন খাদ্য মস্তিষ্কের ক্ষতি করে।
৮.  ময়দার তৈরি অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার রক্তে গ্লুকোজের মাত্রা বাড়িয়ে দেয়। ঠিক মতো চিকিৎসা না করা হলে এতে মস্তিষ্ক ক্ষতিগ্র্রস্ত হয়।
৯.গবেষণায় দেখা গেছে, দাঁত ও মুখ গহ্বরের সমস্যা মস্তিস্কের স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলে।
১০. অতিরিক্ত চিনি খেলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়। এর ফলে মস্তিষ্কের রক্তনালী ক্ষতিগ্রস্ত হয়।  সুত্র: টাইমস অব ইন্ডিয়া