• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ

দাবানল থেকে রেহাই মিলছে না ক্যালিফোর্নিয়ার

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১২ জুলাই ২০২১  

দাবানলে পুড়ছেই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বনাঞ্চল। জ্বলছে ওরেগন, অ্যারিজোনা ও আইডাহো অঙ্গরাজ্যও। রেকর্ড তাপমাত্রা ও দাবদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন।

শনিবার (১০ জুলাই) ক্যালিফোর্নিয়ার দক্ষিণপূর্বে ডেথ ভ্যালিতে ৫৩ ডিগ্রি সেলসিয়াস (১২৮ ডিগ্রি ফারেনহাইট) তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগের দিন সেখানে ১৩০ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা রেকর্ড করা হয়; যা ১৯১৩ সালের পর সর্বোচ্চ।
স্থানীয় পত্রিকা দ্য মার্কারি নিউজের খবরে বলা হয়েছে, ক্যালিফোর্নিয়ার জনবহুল অঞ্চলগুলোতে আগুন নেভানোর কাজে শনিবার (১০ জুলাই) প্রায় এক হাজার ৩০০ কর্মী মোতায়েন করা হয়েছিল।
পরিস্থিতি মোকাবিলায় নেভাদা সীমান্তবর্তী এলাকার প্রায় ৬০০ বর্গকিলোমিটার এলাকা বন্ধ ঘোষণা করা হয়েছে। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে স্থানীয় বাসিন্দাদের।
প্রতিকূল আবহাওয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে দমকলকর্মীদের। মূলত তীব্র দাবদাহের কারণেই এই দাবানল ছড়িয়ে পড়ছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
একইসঙ্গে, আগামী দিনগুলোতে তাপমাত্রা আরও বাড়ার আশঙ্কা থাকায়, পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর।  
এদিকে, ভয়াবহ দাবানলের কবলে পড়েছে রাশিয়ার মধ্যাঞ্চলও। কয়েকদিনের আগুনে পুড়ে গেছে ৩৫ হাজার একর বনভূমি। ধ্বংস হয়েছে কয়েকশ' ঘরবাড়ি। এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।