• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

সু চি সরকারকে অবৈধ ঘোষণা

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৮ জুলাই ২০২১  

ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) নেত্রী অং সান সু চি ২০২০ সালের ভোটে জিতে ক্ষমতায় এসেছিলেন মিয়ানমারের। তবে দেশটির সেনাবাহিনী গত ফেব্রুয়ারি মাসে অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতা তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় এবং বন্দি করে সু চিকে।
এবার মিয়ানমার সেনাবাহিনী ২০২০ সালের ভোটকে অবৈধ ঘোষণা করলো।

দাবি করা হয়েছে, তদন্ত করে সেই ভোটে ১ কোটি ১০ লাখ অনিয়মের তথ্য জানা গেছে। সেনাবাহিনীর ‘নির্বাচন কমিশন’ বিবৃতি দিয়ে এমনটাই জানিয়েছে।  

তাদের ভাষ্য, কোভিড বিধির অপব্যবহার করে বিরোধীদের ভোটে হারিয়ে দিয়েছে সু চির এনএলডি। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হয়নি। তাই ২০২০ সালের নির্বাচন বাতিল ঘোষণা করা হচ্ছে।