• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ

ক্ষমা চাইলেন কানাডার ক্যাথলিক যাজকরা

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২১  

কানাডার ক্যাথলিক গির্জার একটি বিশিষ্ট শাখা সে দেশের আবাসিক বিদ্যালয়ে গির্জার বিতর্কিত ভূমিকার জন্য আদিবাসীদের কাছে ক্ষমা চেয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

রয়টার্সের ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, ঊনবিংশ ও বিংশ শতকে স্কুলে নির্যাতন ও হত্যার ঘটনায় ক্ষমা চাইলেন সেখানকার যাজকরা। 

জানা গেছে, শুক্রবার কানাডিয়ান কনফারেন্স অব ক্যাথলিক নামক যাজকদের একটি সংস্থা পুরনো ওই ঘটনার জন্য গভীর অনুশোচনা প্রকাশ করে। সেই ঘটনার সঙ্গে গির্জার অনেকে জড়িত থাকার বিষয়টিও তারা স্বীকার করেছেন। 

অভিযোগ আছে, ১৮৩১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত আবাসিক স্কুলে আদিবাসী শিশুদের শিক্ষা দেওয়ার নামে নির্যাতন চালানো হতো। কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় একের পর এক গণকবর খুঁজে পাওয়ার পর থেকেই সমালোচিত হচ্ছে এই শিক্ষাব্যবস্থা এবং যাজকরা। বিতর্কের মুখে যাজকরা ক্ষমা চাইলেন।
সূত্র: রয়টার্স, দ্য স্টার।