• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ

আফগানিস্তানে মসজিদে আত্মঘাতী হামলার দায় স্বীকার আইএসের

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৯ অক্টোবর ২০২১  

আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর কুন্দুজের গোজার-ই-সৈয়দ আবাদ মসজিদে আজ শুক্রবার জুমার নামাজ চলাকালীন আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৭০-৮০ জন নিহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির দুজন স্বাস্থ্য কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এ হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। চলতি সপ্তাহে ধর্মীয় প্রতিষ্ঠানে এটি তৃতীয় হামলার ঘটনা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, আজ শুক্রবার টেলিগ্রাম চ্যানেলে এ হামলার দায় স্বীকার করেছে আইএস এর আফগান শাখা আইএ-খোরাসান (আইএস-কে)।

কর্মকর্তারা বলছেন, মার্কিন বাহিনী চলে যাওয়ার পর এটি সবচেয়ে মারাত্মক হামলার ঘটনা।

রাষ্ট্র-পরিচালিত বখতার বার্তা সংস্থা জানিয়েছে, শুক্রবারের হামলায় ৪৬ জন নিহত এবং ১৪৩ জন আহত হয়েছেন।

স্থানীয় নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে টলো নিউজ জানিয়েছে, বোমা হামলার সময় মসজিদে ৩০০ জনের বেশি লোক ছিল। নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে হামলার ছবিগুলোতে দেখা গেছে, মসজিদের ভেতরে নিহত ব্যক্তিদের মরদেহ পড়ে আছে। মসজিদটি সংখ্যালঘু শিয়া মুসলিম সম্প্রদায়ের।

তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ টুইটারে বলেছেন, 'একটি বিশেষ ইউনিট ঘটনাস্থলে এসে বিষয়টি তদন্ত করছে।'