• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

ভার্জিনিয়ায় বন্দুক হামলা

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৭ জুন ২০২৩  

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে বন্দুক হামলার ঘটনায় সাতজন আহত হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় একটি থিয়েটারের বাইরে ওই হামলার ঘটনা ঘটে। সেখানে একটি হাই স্কুলের স্নাতক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রিচমন্ডের এক পুলিশ কর্মকর্তা সিএনএন-কে এ তথ্য জানান। দুজনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে বলেও জানান তিনি।

স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় স্নাতক অনুষ্ঠানের পর ভার্জিনিয়ার রিচমন্ডের আলট্রিয়া থিয়েটারের বাইরে গোলাগুলির ঘটনায় বহু মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

রিচমন্ড পুলিশের মুখপাত্র ট্রেসি ওয়াকার গোলাগুলিতে আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, সেখানকার পরিস্থিতি এখন আর জনসাধারণের জন্য হুমকি হিসেবে নেই।

রিচমন্ড পাবলিক স্কুলের কর্মকর্তা ম্যাথিউ স্ট্যানলি জানিয়েছেন, হুগুয়েনট হাই স্কুলের স্নাতক অনুষ্ঠান শেষ হওয়ার পর মনরো পার্কে গোলাগুলির ঘটনা ঘটে। তিনি বলেন, আমরা আজ সন্ধ্যার পর নির্ধারিত অন্য একটি স্কুলের স্নাতক অনুষ্ঠান বাতিল করেছি।

সিএনএন জানিয়েছে, স্কুল সিস্টেমের ওয়েবসাইট অনুসারে মঙ্গলবার আলট্রিয়া থিয়েটারে তিনটি স্কুলের স্নাতক অনুষ্ঠান হওয়ার কথা ছিল। ভার্জিনিয়া কমনওয়েলথ ইউনিভার্সিটি জানিয়েছে, বিকেল ৫টা ১৫ মিনিটে একটি সতর্কতা পাঠানো হয়েছে যে, মনরো পার্কে গোলাগুলির ঘটনা ঘটেছে। প্রায় এক ঘন্টা পর সতর্ক বার্তায় জানানো হয় যে, কোনও চলমান হুমকি নেই।

রিচমন্ডের মেয়র লেভার এম স্টনি পুরো পরিস্থিতি সম্পর্কে টুইটারে একটি বিবৃতি প্রকাশ করেছেন বলে জানায় সিএনএন। বর্তমানে মনরো পার্কের পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন তারা। যে কোনো তথ্য আসার সঙ্গে সঙ্গেই তা জানানো হবে বলে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে ওই এলাকা এড়িয়ে চলার আহ্বান জানানো হয়।