• বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ১৫ ১৪৩০

  • || ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

গণকবর থেকে শতাধিক লাশ তুলে নিয়ে গেছেন ইসরায়েলি সেনারা; দাবি গাজার

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৩  

ইসরায়েলের সামরিক বাহিনী অবরুদ্ধ গাজা উপত্যকার বৃহত্তম আল-শিফা হাসপাতালের নিয়ন্ত্রণ নিয়েছে। এরপরই হাসপাতাল প্রাঙ্গণে গণকবর থেকে তারা শতাধিক মরদেহ তুলে নিয়ে গেছেন বলে জানিয়েছেন গাজার সরকারি মিডিয়া অফিসের মহাপরিচালক ইসমাইল থাওয়াবতা।

ইসমাইল থাওয়াবতা বলেন, ইসরায়েলি বাহিনী আল-শিফা হাসপাতালের ভেতর মরদেহ দাফন করতে নিষেধ করেছিল। সেজন্য হাসপাতালে অনেক মরদেহ জমে যায়। কয়েকদিন আগে কর্তৃপক্ষ হাসপাতাল প্রাঙ্গণে গণকবর খুঁড়ে সেগুলো দাফন করতে বাধ্য হয়। তবে আজ সকালে ইসরায়েলি বাহিনী বুলডোজার নিয়ে এসে গণকবর খুঁড়ে শতাধিক মরদেহ নিয়ে গেছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার সঙ্গে আলাপকালে আল-শিফার পরিচালক মোহাম্মদ আবু সালমিয়া বলেন, তিনিসহ অল্প কয়েকজন স্টাফ ও রোগী বর্তমানে হাসপাতালে আছেন। বাকিরা হাসপাতাল থেকে চলে গেছেন।