• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

পিরোজপুর সংবাদ

গাজায় ইসরায়েলি সেনাদের নিহতের সংখ্যা বেড়ে ৬৮

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৩  

হামাসের সঙ্গে চলমান যুদ্ধে এখন পর্যন্ত ৬৮ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। মঙ্গলবার মধ্যপ্রাচ্যের ইহুদি শাসিত এই ভূখণ্ডের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে সর্বশেষ নিহত দুই সেনার নাম-পরিচয় ও র‌্যাংক প্রকাশ করেছে আইডিএফ। এরা হলেন ক্যাপ্টেন আরনন মোশে আভরাহাম বেনভেনিস্তি ভাসপি (২৬) এবং স্টাফ সার্জেন্ট ইলিয়া সেনকিন (২০)। সোমবার গাজা উপত্যকায় হামাসের সামরিক শাখা আল কাসেম ব্রিগেডের সঙ্গে যুদ্ধে নিহত হয়েছেন তারা। এছাড়া একই দিন ইসরায়েলি স্থলবাহিনীর ৩ জন সেনা সদস্য এবং ২ জন সেনা গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে আইডিএফ।

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় গাজাভিত্তিক ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। ইসরায়েলের ভাষ্যমতে, হামাসের এই হামলায় প্রায় ১ হাজার ২০০ জন নিহত হন। এ ছাড়া দুই শতাধিক ব্যক্তিকে ইসরায়েল থেকে ধরে গাজায় নিয়ে জিম্মি করে রেখেছে হামাস।

৭ অক্টোবর থেকেই গাজাকে অবরুদ্ধ করে নির্বিচার বোমা হামলা চালিয়ে আসছে ইসরায়েল। পাশাপাশি তারা গাজায় স্থল অভিযান চালাচ্ছে।