• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

ডিএসইতে চাকরি, আবেদন ৩০ মে পর্যন্ত

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৭ মে ২০২১  

বাংলাদেশের প্রধান ও প্রথম শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ-ডিএসই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহীরা সরাসরি আবেদন করতে পারবেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে লোক নিয়োগ দেওয়া হবে। পদসংখ্যা নির্ধারিত না আর কর্মস্থল ঢাকা। এ পদে আবেদনের শেষ তারিখ ৩০ মে।

আবেদন যোগ্যতা:

আগ্রহী প্রার্থীদের স্নাতক ও স্নাতকোত্তর পাস হতে হবে। সিএ/সিএএফ সম্পন্ন হলে অগ্রাধিকার দেওয়া হবে। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নেতৃত্বের সক্ষমতা, ক্যাপিটাল মার্কেট সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে। ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ দেওয়া হবে চুক্তিভিত্তিক। চুক্তি ৩ বছরের বেশি হবে না। 

যেভাবে আবেদন করতে হবে:

আগ্রহীদের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও ছবিসহ সিভি জমা দিতে হবে মানবসম্পদ বিভাগ, ঢাকা স্টক একচেঞ্জ লিমিটেড, ডিএসই টাওয়ার, বাড়ি নম্বর ৪৬, রোড নম্বর ২১, নিকুঞ্জ, ঢাকা-১২২৯ বরাবর পাঠাতে হবে। বিস্তারিত জানা যাবে www.dsebd.org/career.php ঠিকানায়।

বেতন ও সুযোগ-সুবিধা

‘ব্যবস্থাপনা পরিচালক’ পদে চাকরির বেতন-ভাতা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের বেতন রীতি অনুসারে পাবেন ব্যবস্থাপনা পরিচালকও।

আবেদনের শেষ সময় ৩০ মে পর্যন্ত। ডিএসই রাজধানীর মতিঝিল এলাকায় অবস্থিত। ১৯৫৪ সালে যাত্রা শুরু হয় ঢাকা স্টক এক্সচেঞ্জ-ডিএসইর।