• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ

প্রভাষক পদে নিয়োগ দিবে ঢাকা বিশ্ববিদ্যালয়

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২১  

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদভুক্ত দর্শন বিভাগে ‘প্রভাষক’ পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়টি। তিনটি পদে নিয়োগ দেয়া হবে জনবল। আগ্রহী প্রার্থীদের ২০২২ সালের ১৩ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন৷ ডাকযোগে আবেদন করা যাবে। 

প্রতিষ্ঠানের নাম: ঢাকা বিশ্ববিদ্যালয়। 

বিভাগের নাম: দর্শন বিভাগ 

পদের নাম: প্রভাষক

শূন্য পদ: ৩টি 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন।

কর্মস্থল: ঢাবি

কাজের ধরন: ফুল টাইম

বয়স: নির্ধারিত নয়

মাসিক বেতন: ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা। (জাতীয় বেতন স্কেল-২০১৫)

আবেদন যোগ্যতা: 

স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দর্শন বিষয়ে অনার্স এবং মাস্টার্স ডিগ্রি পরীক্ষায় নূন্যতম প্রথম শ্রেণি অথবা সিজিপিএ স্কেলে ৪.০০ এর মধ্যে ৩.৫০সহ এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় নূন্যতম প্রথম বিভাগ অথবা জিপিএ-৫.০০ এর ক্ষেত্রে ৫.০০ এর মধ্যে নূন্যতম ৪.২৫ থাকতে হবে। অন্যান্য যোগ্যতা সমান থাকলে উচ্চতর ডিগ্রিধারীগণকে অগ্রধিকার প্রদান করা হবে। যে সব প্রার্থী অনার্স বা মাস্টার্স পরীক্ষায় প্রথম স্থান বা সর্বোচ্চ সিজিপিএ অর্জন করেছে, তাদের ক্ষেত্রে এসএসসি বা এইচএসসি পরীক্ষার যেকোনো একটির অনুমোদিত শর্ত শিথিল করা হবে। 

আবেদন করা যাবে যেভাবে: 

ঢাকা বিশ্ববিদ্যালয় রেজিস্টার অনুকুলে ৭৫০ টাকার ব্যাংক ড্রাফটসহ ৮ কপি আবেদন পত্রে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের নিকট পাঠাতে হবে। প্রত্যেক কপি আবেদন পত্রের সাথে সার্টিফিকেট, প্রশংসাপত্র, মার্কশিট এবং অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত ফটোকপি সংযুক্ত করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ২০২২ সালের ১৩ জানুয়ারি।