• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ফায়ার সার্ভিসে নিয়োগের সব মাঠ পরীক্ষা স্থগিত

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১০ মে ২০২২  

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়োগ সংক্রান্ত সব মাঠ পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। ১১ মে থেকে ১৮ মে পর্যন্ত এই পরীক্ষা হওয়ার কথা ছিল।

সোমবার ফায়ার সার্ভিসের মিডিয়া শাখা থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়।

বলা হয়েছে, ১১ মে থেকে ১৮ মে পর্যন্ত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়োগ সংক্রান্ত সব মাঠ পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। পরীক্ষার নতুন তারিখ পরে টেলিটকের মাধ্যমে এসএমএস এবং পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

আবেদনকারীরা ইতিমধ্যে ডাউনলোড করা প্রবেশপত্র দিয়েই পরবর্তীতে ঘোষিত তারিখে পরীক্ষায় অংশ নিতে পারবেন বলে বার্তায় জানানো হয়েছে।

উল্লেখ্য, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটার পদে নিয়োগের মাঠ পরীক্ষা স্থগিতের বিষয়টি এরই মধ্যে ফায়ার সার্ভিসের ওয়েবসাইটে ও ফেসবুক পেজে নোটিস আকারে জানানো হয়েছে। তিনটি জাতীয় দৈনিকে এ বিষয়ে আজ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।  এছাড়া সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের এসএমএসের মাধ্যমেও জানানো হবে।