• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

১১ হাজার ৭৬৯ শিক্ষক নিয়োগের সুপারিশ

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৫ জুন ২০২২  

শূন্য পদের বিপরীতে ১১ হাজার ৭৬৯ জন শিক্ষক নিয়োগের সুপারিশ করা হয়েছে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ফল প্রকাশ করার পর এ তথ্য জানা গেছে।

ফলফল অনুযায়ী, এরমধ্যে এনটিআরসিএর বিশেষ গণবিজ্ঞপ্তির আওতায় যেসব পদে কেউ আবেদন করেনি এমন ১৫ হাজার ১৬৩ টি শূন্য পদের জন্য ৪ হাজার ৭৫২ জন প্রার্থীকে নিয়োগ সুপারিশের জন্য নির্বাচন করা হয়েছে।

বিশেষ গণবিজ্ঞপ্তি ও অপেক্ষমান তালিকা থেকে এ ফল প্রকাশ করা হয়েছে।

রোববার (৫ জুন) সচিবালয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ ফল ঘোষণা করেন।

এ ছাড়া এনটিআরসিএর তৃতীয় নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় নির্বাচিত ৩৪ হাজার ৭৩ জন প্রার্থীর মধ্যে নিয়োগ সুপারিশের পর যেসব পদে কোনো প্রার্থী যোগদান করেনি অথবা পুলিশ ভেরিফিকেশন ফরম দাখিল করেনি এমন ৭ হাজার ১৭ টি পদে বিধি এবং মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ওয়েটিং লিস্ট থেকে ২য় মেধাধারীকে নির্বাচন করা হয়েছে।

এ সকল নির্বাচিত প্রার্থীদেরও পুলিশ/নিরাপত্তা ভেরিফিকেশনের পরে নিয়োগ সুপারিশ করা হবে।