• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

শার্টের নোংরা কলার পরিষ্কার হবে লেবুর রসেই

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২১  

যারা অফিসে যান তারা নিয়মিত শার্ট ব্যবহার করেন। কারণ অফিসে ফরমাল পোশাকেই যেতে হয়। আর ফরমাল মানেই পুরুষের জন্য শার্ট। যেহেতু এখন গরম চলছে। তাই এই গরমে আরামদায়ক হচ্ছে সাদা বা হালকা রঙের শার্ট।

তবে এই হালকা রঙের শার্ট পরিষ্কার করা বেশ কষ্টের। কারণ এর কলারে ময়লা জমলে তা তুলতে বেশ সমস্যা হয়। ওয়াশিং মেশিনে কাচলেও কলারের দাগ বেশির ভাগ সময়ে একই রকম থেকে যায়। হাত দিয়ে ঘষলেও সহজে উঠতে চায় না। আর এভাবে যদি নোংরা শার্ট দিনের পর দিন পরেন তাহলে দাগ তোলা অসম্ভব হয়ে পড়ে। তাই চলুন জেনে নেয়া যাক কীভাবে তুলবেন এই জেদি দাগ-

লেবুর রস

শার্টের কলারে লেবুর রস লাগিয়ে মিনিট দশেক রেখে দিন। এরপর সাবান পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে ধুয়ে ফেলুন। দাগ উঠে যাবে।

বেকিং সোডা

প্রথমে শার্টটি পানিতে ভিজিয়ে তারপর দাগের উপর দুই টেবিল চামচ বেকিং সোডা ছিটিয়ে নিন। একটি নরম ব্রাশ দিয়ে দু’মিনিট ঘষুন। ন‌োংরা উঠে যাবে।

টুথব্রাশ

কাপড় কাচার পাউডার বা লিকুইড সাবান কলারে লাগিয়ে নিন। তারপর জামাটি গরম পানিতে ভিজিয়ে রাখুন। এবার অব্যবহৃত কোনো টুথব্রাশ দিয়ে ঘষে ঘষে ময়লা তুলে ফেলুন। শেষে ঠাণ্ডা পানিতে ধুয়ে নিন।

বাসন মাজার সাবান

যে তরল সাবান দিয়ে বাসন মাজা হয়, তা পোশাকের নোংরা দাগও তুলে দিতে পারে। সামান্য সাবান কলারে লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন। তারপর ভালো করে ধুয়ে ফেলুন। কলারের দাগ উঠে যাবে। তবে কলার বাদে অন্য কোনো জায়গায় এ সাবান ব্যবহারের প্রয়োজন নেই।