• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

স্বরূপকাঠীতে ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলায় হাজারো দর্শকের ভীড়

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৭ আগস্ট ২০১৯  

পিরোজপুর প্রতিনিধিঃ
স্বরূপকাঠী উপজেলার নান্দুহার গ্রামে ঐতিহ্যবাহী জনপ্রিয় হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে নান্দুহারের মৌলভি বাড়ী ঈদগা মাঠে স্থানীয় ক্রীয়ামোদীদের আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়। 

খেলা দেখতে  পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাসহ স্থানীয় কয়েক হাজার মানুষের ভীড় পড়ে। এতে উৎসবমুখর হয়ে পড়ে গোটা এলাকা।
নান্দুহার ও ইলুহার গ্রামের ইলুহার নামে দু'টি টিম এতে অংশ নেয়। খেলায় অংশ নেয়া দুইটি দলই জিততে তুমুল লড়াই করে গোল শূণ্যতে খেলা অমিমাংশিত থেকে যায়। পরে কর্তৃপক্ষের সির্দ্ধান্ত মোতাবেক দুই দলের সুবিধা অনুযায়ি পরবর্তী সময়ে খেলার দিনক্ষন ধার্য করা হবে বলে জানানো হয়।

কাজী শাহিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, নেছারাবাদ উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হক, বিশেষ অতিথি সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ জাহিদ উদ্দীন,  সুটিয়াকাঠি ইউপি চেয়ারম্যান মোঃ রুহুল আমিন ওসিম, সোহাগদল ইউপি চেয়ারম্যান  আঃ রশিদ,   ইলুহার ইউপি চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম।খেলার খেলার প্রধান পৃষ্ঠপোষক হিসাবে ছিলেন কাজী তৌহিদুল ইসলাম।

প্রসঙ্গত, প্রতি বছর ওই এলাকায় এ মৌসুমে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়ে থাকে।