• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

ইন্দুরকানীতে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৬ অক্টোবর ২০১৯  

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধিঃ 
ইন্দুরকানীতে বাল্য বিয়ে-জঙ্গী-সন্ত্রাস ও মাদক নির্মূলে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ”পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গী-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি” এই স্লোগান সামনে রেখে ইন্দুরকানীতে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। শনিবার ইন্দুরকানী থানা পুলিশের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালিটি ইন্দুরকানী থানার সামনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে শেষ হয়। পরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি মোঃ মাহমুদুল হক দুলালের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি এ্যাডঃ এম মতিউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ, ইন্দুরকানী থানার ওসি মোঃ হাবিবুর রহমান। 

সভায় বক্তারা বলেন, পুলিশ এবং জনগণের সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে কমিউনিটি পুলিশিং একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশের সাধারণ জনগণের দোরগোড়ায় আইনের সেবা পৌছে দিতে ভবিষ্যতে কমিউনিটি পুলিশ সহায়ক ভুমিকা পালন করবে বলে সকলেই আশা প্রকাশ করেন।এসময়ে বাল্য বিয়ে-জঙ্গী-সন্ত্রাস ও মাদক নির্মূলে সকলকে সচেতন হওয়ার আহবান জানান।