• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ

উন্নয়নের স্বার্থে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২০  


দেশের উন্নয়নের স্বার্থে দলমত ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি বলেন, ‘ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলা বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। উন্নয়ন, অগ্রযাত্রায় অপরিরোধ্যভাবে শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ বিশ্বের উন্নয়নের রোল মডেল।’
বৃহস্পতিবার দুপুরে স্বরূপকাঠি উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক উন্নয়ন সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
গৃহায়ন মন্ত্রী আরো বলেন, ‘উন্নয়ন প্রকল্প নেওয়ার জন্য বলবেন আর তা সঠিকভাবে বাস্তবায়নে সহায়তা করবেন না তা হয় না। উন্নয়ন কর্মকাণ্ড যাতে সঠিকভাবে বাস্তবায়িত হয় সেজন্য সকলের অংশগ্রহণ থাকা প্রয়োজন। আসুন আমরা সকলে মিলে স্বরূপকাঠিসহ গোটা পিরোজপুরকে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংমুক্ত এলাকায় পরিণত করি।’
উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল হকের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার সরকার আব্দুল্লাহ আল মামুন বাবুর সঞ্চালনায় সভায় সিনিয়র সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) মো. রিয়াজ হোসেন, পৌর মেয়র মো. গোলাম কবির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হামিদ, সম্পাদক এসএম ফুয়াদ, ভাইস চেয়ারম্যান রনি দত্ত, নারী ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান, সাংবাদিক প্রতিনিধি, জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা বক্তব্য রাখেন।
এ সময় পিরোজপুরের স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী সুশান্ত কুমার রায়, গণপূর্ত অধিদফতরের নির্বাহী প্রকৌশলী বিশ্বনাথ বনিক, সহকারী কমিশনার ভূমি মো. রফিকুল হক, ওসি মো. কামরুজ্জামান তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে মন্ত্রী ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউ টিন ও গৃহনির্মাণের জন্য বরাদ্দকৃত টাকা বিতরণ করেন।