• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

কাউখালীতে ১১ জুয়ারীকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২০  

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের কাউখালীতে ১১ জন জুয়ারীকে ভ্রাম্যমান আদালত ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন। জানা যায়, কাউখালী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার কেউন্দিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাদে জুয়ার সরঞ্জাম নিয়ে জুয়া খেলা অবস্থায ১১ জন জুয়ারীকে গ্রেফতার করে। অভিযান পরিচালনা করেন কাউখালী থানা ভারপ্রাপ্ত কর্মর্তা মোঃ নজরুল ইসলাম ও তার সঙ্গীয় ফোর্স। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ খালেদা খাতুন ভ্রাম্যমান আদালত বসিয়ে ১০ জুয়ারীকে ১ মাসের ও ১ জুয়ারীকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। দন্ড প্রাপ্তরা হলেন, উপজেলা কেউন্দিয়া গ্রামের সেলিম (৫৫), পিতাঃ  আহম্মেদ মৃধা , লুৎফর রহমান (৫৫), পিতাঃ  মানিক সরদার, আতিকুর রহমান (৪৭), পিতাঃ আজিজুর রহমান, রমিজ উদ্দন (৪৬), পিতাঃ সাইদুল হক, টিপু তালুকদার (৩৮), পিতাঃ আলতাফ উদ্দিন, মোঃ মিরাজ (৩৫), পিতাঃ দেলোয়ার হোসেন, নাজমুল ইসলাম (৩৫), পিতাঃ নজরুল ইসলাম, ফয়েজ উদ্দিন (৩৮), পিতাঃ রফিক উদ্দিন, মোঃ নাহিদ (৩০), পিতাঃ ছালেক তালুকদার, হাফিজুর রহমান (৩৫), পিতাঃ সুলতান শেখ ও এমদাদুল হক (৬৪), পিতাঃ মোফাজ্জেল হক। জুয়ারীদের নিকট থেকে নগদ এক হাজার নয়শত্র ত্রিশ টাকা,  সেট তাস, ১১টি মোবাইল ফোন, ৩ প্যাকেট সিগারেট ও ৫টি গ্যাস লাইট উদ্ধার করা হয়।