• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

ইন্দুরকানীতে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২০  

ইন্দুরকানী প্রতিনিধিঃ ইন্দুরকানীতে খাদ্য দ্রব্যে মেয়াদ ও লেভেল না থাকায় দুই ব্যবসা প্রতিষ্ঠানকে দেড় হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুর এর উদ্যোগে ইন্দুরকানী বাজারে অভিযান চালিয়ে খাদ্যদ্রব্যে লেভেল এবং উৎপাদন  মেয়াদ উত্তীর্ণের তারিখ ও মূল্য তালিকা না থাকায় পরিমল বিশ্বাসের মুদি দোকানকে সচেতনা সৃষ্টির লক্ষে ৫শত টাকা এবং খাদ্য পন্যের মেয়াদ উত্তীর্ণের কারণে ফারুক হাওলাদারের ফলের দোকানকে ১ হাজার টাকা জরিমান করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুরের সহকারি পরিচালক মনি শংকার মন্ডল ও অন্যান্য কর্মকর্তা। অভিযান পরিচালনায় সহযোগীতা করেন ইন্দুরকানী থানা পুলিশ। এসময় বাজার কমিটির কর্মকর্তা, ব্যবসায়ী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুরের সহকারি পরিচালক মনি শংকার মন্ডল, বানিজ্য মন্ত্রনালয়ের নির্দেশ মোতাবেক নিয়মিত বাজার মনিটরিংয়ের আওয়াতায় বাজার স্থিতিশীল রাখা এবং পন্যের মান নিয়ন্ত্রনের জন্য এ অভিযান করা হয়। ব্যবসায়ীদের সচেতনতার জন্য মেয়াদ উত্তীর্ণ ও লেভেল ছাড়া পন্য বিক্রির অপরাধে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।