• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ

ইন্দুরকানীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২০  

ইন্দুরকানী প্রতিনিধিঃ
ইন্দুরকানীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। শুক্রবার রাত ১২.০১ মিনিটে শহীদ বেদীতে ফুলের শুভেচ্ছার মাধ্যমে দিবসটি পালনের কর্মসূচী শুরু হয়।

এসময় উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সেচ্ছাসেবী সংগঠন,বাংলাদেশ পুলিশ ইন্দুরকানী থানা, ইন্দুরকানী প্রেসক্লাব শ্রদ্ধা নিবেদন করেন। সকাল ৮টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদের নেতৃত্বে প্রভাতফেরী অনুষ্ঠিত। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদের সভাপতিত্বে ও সঞ্চালনায়

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিলরুবা মিলন, ইন্দুরকানী থানার ওসি মো: হাবিবুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: সোহাগ হোসেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মৃধা মো: মনিরুজ্জামান, উপজেলা জেপির সহ-সভাপতি কাওসার আহম্মেদ দুলাল, মুক্তিযোদ্ধা মো: মোশাররফ হোসেন, যুবলীগ সভাপতি আ: রাজ্জাক, ছাত্রলীগ সাধারণ সম্পাদক মো: ইস্রাফিল খান নেওয়াজ।

প্রভাতফেরীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকরা অংশ গ্রহণ করেন। এছাড়া দিবসটি উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে চিত্রাঙ্কন, রচনা, হাতের ও হাতের লেখা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। পরে প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।