• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

ইন্দুরকানীতে ২০০ গ্রাম গাজাঁ একজন গ্রেপ্তার

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৮ জুলাই ২০২০  

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের ইন্দুরকানীতে ২০০ গ্রাম গাজাঁসহ কবির বেপারি ওরফে ভাইগ্না কবির (৩৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুর পোনে দুইটার দিকে উপজেলার বালিপাড়া ইউনিয়নের বটতলা বাজার সংলগ্ন মাওলানা নুরুল ইসলামের বাড়ির সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে পুলিশ। আটক কবির বেপারি উপজেলার বালিপাড়া ইউনিয়ন চর হোগলাবুনিয়া গ্রামের হারুন বেপারীর ছেলে। কবির এলাকায় ভাইগ্না কবির নামে পরিচিত।

থানা সূত্রে জানা যায়, মাদক বিক্রির গোপন খবর পেয়ে ইন্দুরকানী থানার এস আই মো: শহিদুল ইসলামের নেতৃত্বে বটতলা বাজার সংলগ্ন মাওলানা নুরুল ইসলামের বাড়ির সামনে থেকে কবিরকে আটক করে পুলিশ সদস্যরা। এসময় তার দেহে তল্লাশী চালিয়ে সঙ্গে ২০০ গ্রাম গাজাঁ পায় পুলিশ। পরে তাকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

এলাকাবাসী জানায়, কবির ও তার ছোট ভাই দীর্ঘ দিন যাবত বালিপাড়া ও পাশর্^বর্তি হোগলাবুনিয়া এলাকায় মাদক বেচাকেনা করে আসছে। এর আগে তার এক ছোট ভাই ইয়াবা সহ পুলিশের হাতে আটক হয়।

ইন্দুরকানী থানার ওসি মো: হাবিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কবির নামে এক মাদক বিক্রেতাকে ২০০ গ্রাম গাজাঁ সহ গ্রেপ্তার করা হয়েছে।  তার বিরুদ্ধে একটি মাদক আইনে  মামলা করা হয়েছে।