• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

ভান্ডারিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২০  

পিরোজপুর প্রতিনিধিঃ ”ঝুকি হ্রাসে সুশাসন নিশ্চিত টেকসই উন্নয়ন” এই শ্লোগানকে সামনে রেখে ভান্ডারিয়ায় আজ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে আবাসিক বাসা বাড়ি,অফিস সহ যে কোন স্থানে অগ্নি সংযোগ হলে তা কি ভাবে তা নির্বাপন করা হয় সে বিষয়ে এক মহড়া প্রদর্শন করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে অংশ নেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার , মাধ্যমিক শিক্ষা অফিসার জহিরুল আলম,  প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আওলাদ হোসেন, কৃষি কর্মকর্তা আব্দুল্লা আল মামুন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী স্টেশন অফিসার  কাজী নজরুল ইসলাম , সরকারি,বে-সরকারি কর্মকর্তা এবং সহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১৩সদস্য একটি  টীম অংশ নেয়।