• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

ভান্ডারিয়ায় দূর্গাপুজা পালনের প্রস্তুুতিমূলক সভা ও চেক বিতরণ

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২০  

পিরোজপুর প্রতিনিধিঃ ভান্ডারিয়া উপজেলা  প্রশাসনের উদ্যোগে আসন্ন দূর্গাপূজা  পালন উপলক্ষে এক প্রস্তুুতিমূলক সভা উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। উপজেলা  নির্বাহী অফিসার মোঃ নাজমুল  আলম এর সভাপতিত্বে  বক্তব্য রাখেন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন মহারাজ, বিশেষ অতিথি জেলা পরিষদের নির্বাহী প্রধান রেবেকা খান।

এসময় শারদীয় দুর্গাপূজা উৎসব উপলক্ষে পিরোজপুর জেলা পরিষদ ও জেলা চেয়ারম্যানের ব্যক্তিগত তহবিলের চেক বিতরণ করা হয়। ভান্ডারিয়া উপজেলার ৪৪টি শারদীয় দুর্গাপূজা মন্দিরে ও ২৮ জগদ্ধাত্রী পূজাসহ মোট ৭২টি পূজা মন্ডপে জেলা পরিষদের ১ হাজার টাকার চেক ও চেয়ারম্যানের  ব্যক্তিগত তহবিল থেকে ৫ হাজার টাকার চেক ও ভান্ডারিয়া সদর পূজা মন্ডপে জেলা পরিষদের ১০ হাজার টাকা ও চেয়াম্যানের ব্যক্তি তহবিল থেকে ২৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়। 

অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন অফিসার ইন চার্জ এস.এম. মাকসুদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মৃধা, সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম সারওয়ার জোমাদ্দার,  ধাওয়া ইউপি চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান টুলু ডাকুয়া, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, ভান্ডারিয়া উপজেলা শাখার সভাপতি কিরন চন্দ্র বসু  প্রমুখ। উপজেলার  সকল ইউনিয়নের ইউপি চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের সরকারি  কর্মকর্তা বৃন্দ, উপজেলা পূজা উদযাপন কমিটি সভাপতি ও সম্পাদক, ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভার  ৭২টি পূজা কমিটির সভাপতি ও সম্পাদকবৃন্দ  এ সভায় অংশ নেয়।