• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

পিরোজপুর সংবাদ

ইন্দুরকানীতে ৫ বস্তা সরকারি চালসহ আটক দুই

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২০  

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের ইন্দুরকানীতে ৫ বস্তা সরকারি চালসহ ২ জনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। রোববার রাতে উপজেলা সদরের ইন্দুরকানী বাজারে এ ঘটনা ঘটে। আকটকৃতরা হলেন ফেয়ার প্রাইজের চালের ডিলার মোহাম্মদ বাহারুল (৫৪) ও রিক্সা চালক শাহ আলম (৫৩)।

স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, রাতে নিজ গোডাউন থেকে রিক্সা যোগে ৩০ কেজি চালের ৫ টি বস্তা নিয়ে যাচ্ছিলেন বাহারুল। এ চালগুলো তিনি বাজারের আদম আলী সড়কের আশ্রাব আলীর দোকানে বিক্রি উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। এমন সময় বাজারের সাধারণ মানুষের বিষয়টি সন্দেহ হলে রিক্সাসহ বাহারুলকে আটক করে তারা। এসময় এ চাল কিসের এমন প্রশ্নে তিনি কোন সদুত্তর দিতে পারেনি । পরে পুলিশ এসে চালের ডিলার বাহারুল ও রিক্সা চালক শাহ আলমকে আটক করে থানায় নিয়ে যায়। এমনকি আশ্রাব আলীর দোকানে তল্লাশি করে খাদ্য অধিদপ্তরের লোগো সমৃদ্ধ চালের ৬টি খালি বস্তা উদ্ধার করে পুলিশ।

ইন্দুরকানী থানার ওসি তদন্ত মাহাবুবুর রহমান ঘটনা সত্যতা স্বীকার করে জানান, ৫ বস্তা চালসহ দুইজনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।