• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

ভান্ডারিয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণে সেমিনার অনুষ্ঠিত

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২০  

পিরোজপুর প্রতিনিধিঃ ভান্ডারিয়া উপজেলা প্রশাসনের উদ্যেগে উপজেলা পরিষদ ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন অডিটরিয়ামে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন’ ২০০০ বাস্তবায়ন এবং এ বিষয় গৃহীত কার্যক্রম সম্পর্কে এক সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসারমোঃ নাজমুল আলম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মসিউর রহমান মৃধা প্রমুখ।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল আলম বলেন, এই ভোক্তা অধিকার আইনের ৪৮ ধারায় বলা হয়েছে “কোন ব্যক্তি কোন পণ্য সরবরাহ বা বিক্রয়ের সময় ভোক্তাকে প্রতিশ্রুতি পরিমাপ অপেক্ষা কম পরিমাপে উক্ত পণ্য বিক্রয় বা সরবরাহ করিলে তিনি অনূর্ধ্ব এক বৎসর কারাদন্ড, বা অনধিক পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ড, বা উভয় দন্ডে দন্ডিত হইবেন।” অন্যদিকে আইনের ৪৯ ধারায় বলা হয়েছে “কোন পণ্য সরবরাহের উদ্দেশ্যে কোন ব্যক্তির দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানে দৈর্ঘ্য পরিমাপের কার্যে ব্যবহৃত পরিমাপক ফিতা বা অন্য কিছুতে (যেমন ইট তৈরির ফরমায়) কারচুপি করা হইলে তিনি অনূর্ধ্ব এক বৎসর কারাদন্ড, বা অনধিক পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ড, বা উভয় দন্ডে দন্ডিত হইবেন।”