• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ

শেখ হাসিনা কথায় নয় কাজে বিশ্বাস করেন- মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২০  

পিরোজপুর প্রতিনিধিঃ মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী  শ.ম রেজাউল করিম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কথায় নয় কাজে বিশ্বাস করেন। পদ্মা সেতু এখন আর স্বপ্ন নয়,পদ্মা সেতু এখন বাস্তবে রূপ নিচ্ছে। জাতির জনকের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকার দক্ষিণাঞ্চলসহ সারাদেশের ব্যাপক যোগাযোগের একটা নেটওয়ার্ক গড়ে তুলছে। তিনি নিরলস ভাবে দেশের উন্নয়নে কাজ করছেন বিধায় দেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিনত হয়েছে। অপ্রতিরোধ্য বাংলাদেশ বির্নিমানে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নাই। তার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্ববাসির কাছে অনুকরনীয় একটি দেশ হিসেবে পরিনত হয়েছে।

গতকাল বিকেল থেকে গভীর রাত পর্যন্ত কুড়িয়ানার আর্য্যসম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিশাল সুধি সমাবেশে এসব কথা বলেন। জনগনের টাকা লুট করে, কমিশন বানিজ্য করে, বিদেশে টাকা পাঠিয়ে অর্থশালী হয়েছেন তাদের উদ্দেশ্য করে মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অন্যায় করেন না, অন্যায়কে প্রশ্রয় দেননা। এ সরকারের আমলে অন্যায় করে পার পেয়ে যাবে তা ভাবার কোন কারন নেই।

ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ মোস্তফার সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক এস এম ফুয়াদ, পিরোজপুর জেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক গোপাল বসু, সাংগঠনিক সম্পাদক মিঠুন হালদার, যুবলীগের কেন্দ্রীয় সংসদের সদস্য মো. কামরুজ্জামান খান শামিম, আওয়ামীলীগ নেতা ধীরেন সিকদার প্রমুখ।

এসময় মন্ত্রী দুর্গাকাঠি এসজিএস মাধ্যমিক বিদ্যালয় মাঠে সুধিসমাবেশ, সরকারী স্বরূপকাঠি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা, উপজেলা পরিষদ মিলনায়তনে প্রান্তিক চাষীদের  মাঝে বীজ ও সার বিতরণ অনুষ্ঠান এবং কুড়িয়ানা - বানারীপাড়া জিসি সড়ক উদ্ধোধন করেন। এ সময় পিরোজপুরের এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী সুশান্ত রঞ্জন রায়, পিরোজপুরের কৃষি সম্প্রসারন অধিদফতরের উপ-পরিচালক চিনময় রায়, নেছারাবাদ - কাউখালী সার্কেলের সিনিয়র এ এস পি মো. রিয়াজ হোসেন, পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধ সংসদের সাবেক কমান্ডার গৌতম নারায়ন রায় চৌধূরী, সাবেক উপজেলা চেয়ারম্যান এসএম মুইদুল ইসলাম, পৌর মেয়র গোলাম কবির উপস্থিত ছিলেন।