• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

ভান্ডারিয়ায় বিনামূল্য বীজ ও সার বিতরণ করা হয়

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২০  

পিরোজপুর প্রতিনিধিঃ ভান্ডারিয়া উপজেলায় ২হাজার ১শত ২৫জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। চলতি ২০২০-২১ অর্থবছরে  প্রকৃতিক দুর্যোগের  কারণে   ক্ষয়ক্ষতি পুষিয়ে  নিতে এবং রবি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির আওতায় আজ সোমবার  দুপুরে উপজেলা পরিষদ  অডিটরিয়ামে  আনুষ্ঠানিক ভাবে   উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে ২ হাজার ১শত ২৫জন কৃষদের  মাঝে বোর ধান, ভুট্টা, মসুর, সরিষা, খেসারী, টমেট, মরিচ সূর্যমূখীর বীজ ও  রাসানিক সার এসব বিতরণ করা হয়।

ভান্ডারিয়া  উপজেলা নির্বাহী  অফিসার  মোঃ নাজমুল  আলম এর সভাপতিত্ব  বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন  উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মৃধা,  সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম সারওয়ার জোমাদ্দার, আওয়ামীলীগের সভাপতি মোঃ ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার,   উপজেলা কৃষি  অফিসর মোঃ আব্দুল্লাহ আল মামুন ও উদ্ভীদ সংরক্ষন অফিসার মোঃ লুৎফর রহমান। অনুষ্ঠান শেষে  কৃষকদের হাতে  উপজেলা অফিসার নাজমুল আলম ও অতিথিবৃন্দ এসব সার ও বীজ তুলে দেন।