• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ

ভান্ডারিয়ায় অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২০  

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের  ভান্ডারিয়ায় সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট, কম্পোনেন্ট-০৩ শীর্ষ প্রকল্পটির বাস্তবায়নে অবহিতকরণ এক কর্মশালা উপজেলা ইঞ্জিনিয়ার খন্দকার মোশারেফ হোসেন অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার সকালে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীনে  বিশ্ব ব্যাংক ও সরকারের অর্থায়নে মৎস্য অধিদপ্তরের যৌথ আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।  উপকূলবর্তী সামদ্রিকটেকসই মৎস্য প্রকল্প যা সুনীল সমুদ্র অর্থর্নীতি সুফল আনয়ন ও মৎস্যজীবিদের জীবন মান উন্নয়নে গৃহিত সরকারি প্রকল্প।

এতে উপজেলা নির্বাহী অফিসার মো: নাজমুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা মো: আব্দুল বারী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মশিউর রহমান মৃধা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা, ইউপি চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম মিলন ও ক্লাস্টার ফ্যাসিলিটেটরবৃন্দ। সভায় বিভিন্ন সরকারী দপ্তরের প্রধান, সাংবাদিক, ক্ষুদ্র মৎসজীবী সমিতি, কোষ্টগার্ড ,পুলিশ  ও ফায়ার সার্ভিসের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার মো: নাজমুল আলম তার বক্তব্য রাখেন এ উপজেলায় ১০টি গ্রামে মৎস্যজীবি গ্রাম সংগঠনের মাধ্যমে এ উপজেলার জেলেদের  জীবিকায়নে পরিবর্তন ও  বিকল্প পেশায় রুপান্তর এছাড়া কর্ম এলাকার বেকার ছেলে মেয়েদের প্রশিক্ষণ কর্মসংস্থান সৃষ্টি ও আয় মূলক কাজে নিয়োজিত করা এই প্রকল্পের উদ্দ্যেশ।

জেলা মৎস্য কর্মকর্তা মো: আব্দুল বারী বলেন, পিরোজপুর জেলায় ৫টি উপজেলায় জেলেদের নিয়ে সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট আওতায় ১৪টি ইউনিয়নের জেলেদের নিয়ে জেলে সংগঠনের মাধ্যে তাদের জীবনমান উন্নয়নসহ সরকারে গৃহিত  প্রকল্প বাস্তবায়ন করা হবে।