• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ

স্বরূপকাঠিতে বিভাগীয় কমিশনারে বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২০  

পিরোজপুর প্রতিনিধিঃ বরিশালের বিভাগীয় কমিশনার ড. অমিতাব সরকার স্বরূপকাঠিতে বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন। মুজিব বর্ষ উপলক্ষে ভূমিহীন  ও গৃহহীন পরিবারের জন্য বাসস্থান নির্মান প্রকল্প, সন্ধ্যা নদীদেতে বিলীন হওয়া সুটিয়াকাঠি ইউনিয়নের শান্তিহার কুনিয়ারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মান কাজের অগ্রগতি, বলদিয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শনসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।

বিভাগীয় কমিশনার পরিদর্শন কালে সমবেত জনতার উদ্দেশ্যে বলেন, মাননীয় প্রধাপনমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষনা বাংলাদেশের কোন মানুষ গৃহহীন থাকবে না। এ লক্ষে সারা দেশে গৃহ নির্মান কর্মসূচি হাতে ডিনয়েছেন। এসব কাজে প্রশাসনের পাশাপাশি জনগনকে  সহায়তা হাত বড়িয়ে দিতে হবে। এসময় তিনি আরো বলেন,সরকালের বর্তমানে চলমান সবগুলো প্রকল্প যাতে সুষ্ঠ ভাবে সম্পন্ন হয় সে জন্য সকল সরকারী কর্মকর্তা কর্মচারী, জনপ্রতিনিধিসম্মিলিত ভাবে কাজ করুন

এসময় বিভাগীয় কমিশনারের সাথে ছিলেন বরিশাল বিভাগী প্রাথমিক শিক্ষার উপ ব্যাবস্থাপক মো. জালাল উদ্দীন, ইউনিসেফের বরিশাল বিভাগীয় প্রধান তৌফিক আহম্মেদ, নেছারাবাদ(স্বরূপকাঠি) উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হক. ইউএনও মো. মোশারেফ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. আব্দুল হামিদ, স্বরূপকাঠি পৌরসভার মেয়র মো. গোলাম কবির, ওসি আবীর মোহাম্মদ হোসেন, সহকারী কমিশনার ভূমি মো. বশির গাজী প্রমুখ।