• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ

পিরোজপুরে পুড়ে গেছে ইউনিয়ন আওয়ামীলীগের কার্যালয়

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৩১ মার্চ ২০২১  

পিরোজপুর প্রতিনিধিঃ নির্বাচনী সহিংসতায় পুড়ে ছাই হয়ে গেছে পিরোজপুরে ইউনিয়ন আওয়ামীলীগের কার্যালয়টি। বুধবার ভোর রাতে পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়ন আওয়ামীলীগের কার্যালয়টি।

টোনা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাসুম খান রাজ জানান, সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামীলীগের এ কার্যালয়টি পুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। তিনি জানান, এতে আমাদের ২ লক্ষ ৫০,০০০ হাজার টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। আমি প্রশাসনিকভাবে এ ঘটনার তদন্ত করে অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বুধবার ভোর রাতে আওয়ামীলীগের কার্যালয়টিতে আগুন লাগে। এ সময় অফিসের ভিতরে থাকা আসবাবপত্র পুড়ে যায়। যাতে আনুমানিক ২ লক্ষ ৫০,০০০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করা হয়েছে।

ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মোঃ আবু জাফর জানান, আমরা প্রাথমিক ভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের উৎপত্তি হয়েছে বলে ধারনা করছি। আবার স্থানীয় সূত্রে অফিসটি পুড়িয়ে দেওয়া হয়েছে বলেও জানতে পেরেছি।

ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক আবু আলী মো: সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান ও উর্ধতন পুলিশ কর্মকর্তারা। পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ মুহা. নুরুল ইসলাম বাদল জানান পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।