• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:

মঠবাড়িয়ায় ইউপি নির্বাচন উপলক্ষে প্রশাসনের নানামূখী পদক্ষেপ

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৬ জুন ২০২১  

মঠবাড়িয়া প্রতিনিধি:

পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলায় আগামী ২১ জুন অনুষ্ঠিতব্য ৬ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ, অংশীদারিত্ব মূলক ও আইনানুগ করতে প্রশাসন নানামূখী পদক্ষেপ গ্রহণ করেছেন। ইতোমধ্যে বরিশাল বিভাগীয় কমিশনার কমিশনার সাইফুল হাসান বাদল উপজেলা প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট প্রিজাইডিং-পোলিং অফিসারদের সাথে মতবিনিময় সভা করেছেন এছাড়াও নির্বাচনে অংশ নেয়া ইউপি চেয়ারম্যান ও সদস্যদের সাথেও মতবিনিময় সভা করেছে।

এতে উপস্থিত ছিলেন, বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামান, র‌্যাব-৮ প্রধান (সিও) মো. জামিল হাসান, পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন, উপজেলা নির্বার্হী কর্মকর্তা ঊর্মি ভৌমিক, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আকাশ কুমার কুন্ডু, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নাজমুল হোসেন প্রমূখ।

উপজেলা নির্বার্হী কর্মকর্তা ঊর্মি ভৌমিক বলেন, বিভাগীয় কমিশনার কমিশনার সাইফুল হাসান বাদল স্যারের নির্দেশে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করতে আমরা সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করেছি। যে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

উল্লেখ্য, নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত প্রথম ধাপে ২১ জুন‘ ২১, মঠবাড়িয়া উপজেলার ১ নং তুষখালী, ৩নং মিরুখালী, ৭নং বেতমোর, ৮নং আমড়াগাছিয়া, ৯নং সাপলেজা ও ১০ নং হলতা গুলিসাখালী ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।