• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:

মঠবাড়িয়ায় প্রধানমন্ত্রীর ঘর পেলেন ১৫০ ভূমিহীন পরিবার 

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২০ জুন ২০২১  

মঠবাড়িয়া প্রতিনিধি:

মুজিব শতবর্ষে পিরোজপুরের মঠবাড়িয়ায় মাননীয় প্রধানমন্ত্রীর ঘর পেলেন ১৫০টি ভূমিহীন পরিবার। রোববার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ঘর হস্তান্তরের শুভ উদ্বোধন করেন। মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক ১৫০ টি পরিবারের হাতে জমির দলীল ও ঘরের কাগজপত্র তুলে দেন।

ঘর হস্তান্তর উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচন সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক‘র সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারি সহকারি কমিশনার (ভূমি) আকাশ কুমার কুন্ডু, উপজেলা আ‘লীগ সধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ আজীম-উল হক, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফেরদৌস প্রিন্স, ওসি  মুহা. নূরুল ইসলাম বাদল, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. বাচ্চু মিয়া আকন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার, সাংবাদিক মজিবর রহমান, মিজানুর রহমান মিজু প্রমূখ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত ঘর উদ্বোধন করবেন। এ উদ্বোধনের অংশ হিসেবে মঠবাড়িয়া উপজেলায় আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ১‘শ ৫০ টি ঘর উদ্বোধন করবেন। প্রতিটি ঘর ১ লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে। আরও ৫০ টি ঘর উদ্বোধনের প্রক্রিয়া চলছে।
তিনি আরও বলেন, এর আগেও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে মঠবাড়িয়া উপজেলায় ভূমিহীন ও গৃহহীনদের ৪০টি ঘর  উদ্বোধন করেছিলেন।