• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ

মঠবাড়িয়ায় পৌরসভায় ৪৫ কোটি টাকার প্রাক বাজেট ঘোষণা

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৪ জুন ২০২১  

মঠবাড়িয়া প্রতিনিধি:

পিরোজপুরের মঠবাড়িয়া পৌর সভায় ২০২১-২২ অর্থ বছরের প্রায় ৪৬ কোটি টাকার প্রাক বাজে ঘোষনা করেছে।

বৃহস্পাতবার সকালে পৌরসভা সভাকক্ষে প্যানেল মেয়র মো. মঞ্জুর রহমান শিকদারের সভাপতিত্বে প্রাক বাজের উত্থাপন করেন, পৌর সভার হিসাব রক্ষণ কর্মকতা মো. হাবিবুর রহমান। এসময় তিনি ২০২১-২২ অর্থ বছরের সম্ভব্য (প্রাক) বাজেটের অলোচনা সভায় বলেন, প্রারম্ভিক স্থিতি ৩৭ কোটি ৮৯ লাখ, ৩৬ হাজার ৫‘শ ১০ টাকা আয় ও ৩৬ কোটি ৬২ লাখ, ৪৫ হাজার ৬‘শ টাকা ব্যায় ধরে এবং ১ কোটি ২৬ লাখ ৯০ হাজার ৯‘শ ১০ টাকা উদ্ধৃত রেখে সর্বমোট ৪৫ কোটি ২৯ লাখ, ৬১ হাজার ৫‘শ ২৩ টাকার একটি প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন।

এসময় ঘোষিত বাজেটের ওপর অলোচনা করেন, পৌর কাউন্সিলর মতিয়ার রহমান মিলন, শফিকুর রহমান, মো. হারুণ অর রশিদ, মো. ইউসুব আলী মৃধা, সরোয়ার হোসেন সগীর, কাজি এমাদুল হক, মোসাঃ তাহেরুন্নেছা, মিসেস সালোহা ইসলাম, পৌর সচিব মোহা. হারুন আর রশিদ, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নূর হোসাইন মোল্লা, বস্তি উন্নয়ন কর্মকর্তা বলরাম ঘোষ, হিসাব রক্ষক মিজানুর রহমান, কর আদায়কারী মনিরুজ্জামান, কর নির্ধারক নুরুজ্জামান, হিসাব সহকারি (ভার) মো. শাহ আলম প্রমূখ।