• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

মঠবাড়িয়ায় লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে প্রশাসন

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৩ জুলাই ২০২১  

মঠবাড়িয়া প্রতিনিধি :

পিরোজপুরের মঠবাড়িয়ায় সাত দিনের লকডাউন বাস্তবায়নের জন্য তৃতীয় দিনেও কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। শনিবার সকালে পৌর শহর ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাট-বাজার গুলোতে ঘুরে দেখা গেছে, নির্বাহী ম্যজিস্টেট পরিদর্শণ করছেন। পাশাপাশি ডাক্তার, সেনা বাহিনী, পুলিশ, আনসার ও রেড ক্রিসেন্টের স্বেচ্ছা সেবী কর্মিরা টহলে রয়েছেন। লকডাউন ঘোষণার প্রথম দিন থেকেই শহরে প্রবেশের বিভিন্ন সড়ক বন্ধ করে দিয়েছে পুলিশ প্রশাসন। জরুরী প্রয়োজন ছাড়া বাহিরে বের না হতে মাইকিংও করছেন।

এদিকে লকডাউন না মানায় পৌর শহরের এক ব্যবসা প্রতিষ্ঠান মালিককে ২ হাজার ও বড়মাছুয়া বাজারের এক ব্যবসা প্রতিষ্ঠান মালিককে ৪‘শ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু। এসময় উপস্থিত ছিলেন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফেরদৌস প্রিন্স, ওসি মুহা. নূরুল ইসলাম বাদলসহ প্রশাসনিক বিভিন্ন কর্মকর্তা ও গণমাধ্যম কর্মিরা।

নির্বাহী ম্যজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু বলেন, কোভিট-১৯ মোকাবিলায় সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে সরকারি বিভিন্ন বাহিনী মাঠে কাজ করছে। তিনি সকলকে ঘরে থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। তিনি আরও বলেন, সরকার জন সাধারণকে ভালো রাখার জন্যই লকডাউন দিয়েছে। জনসাধারণকেই সরকারকে সহযোগিতা করতে হবে। জন সাধারণ সহযোগিতা না করলে দেশের পরিস্থিতি আরো ভায়াবহ আকার ধারন করবে। তাই তিনি বিনা প্রায়োজনে সবাইকে ঘরের বাহিরে না যাবার পরমর্শ দেন।