• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ

মঠবাড়িয়ায় করোনার দ্বিতীয় ধাপে ১৯৯০ জনের টিকা গ্রহণ 

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৯ জুলাই ২০২১  

মঠবাড়িয়া প্রতিনিধি :

পিরোজপুরের মঠবাড়িয়ায় দ্বিতীয় ধাপে ১৩ দিনে ১৯৯০ জন করোনা ভাইরাসের টিকা গ্রহণ করেছেন। 

হাসপাতাল সূত্রে জানা গেছে, কোভিট-১৯ এর দ্বিতীয় ধাপে বুধবার পর্যন্ত মঠবাড়িয়ায় ৮৯২ জন আক্রান্ত হয়েছেন, ৭৩৪ জন সম্পূর্ণ সুস্থ হয়েছেন ও ১০ জন মারা গেছেন। এবং গত ১৩ দিনে ১৯৯০ জন করোনা ভাইরাসের টিকা গ্রহণ করেছেন। প্রথম ধাপে ১৪ হাজার ২৮০ ডোজ টিকা এসেছিল। যা ৭ হাজার ১৪০ জনকে দেয়া হয়েছিল। দ্বিতীয় ধাপে ৪ হাজার ডোজ টিকা এসেছে। যা ২ হাজার জনকে দেয়া হবে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফেরদৌস ইসলাম জানান, টিকা গ্রহনে মানুয়ের মধ্যে ব্যপক আগ্রহ দেখা যাচ্ছে। সরকার ইতোমধ্যে টিকা গ্রহনের বয়সসীমা কমিয়ে দিয়েছে যে কারনে আরও সব শ্রেণীর মানুষের মধ্যে আগ্রহ বেড়েছে। টিকা সংকট এর বিষয়টি উপরোস্থ মহলে জানানো হয়েছে। আশা করছি শিঘ্রই কাংঙ্খিত টিকার ডোজ এসে পৌছে যাবে।

উল্লেখ্যÑ গত ১৩ জুলাই সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দ্বিতীয় ধাপে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অঃ দাঃ) বশির আহমেদ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আকাশ কুমার কুন্ডু, আবাসিক মেডিকেল অফিসার ডা. ফেরদৌস ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, প্রেসক্লাব সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী প্রমুখ।