• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ

মঠবাড়িয়ায় ৭২ লাখ টাকা ব্যয়ে মাদ্রাসার নতুন ভবন নির্মাণ সম্পন্ন

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৪ আগস্ট ২০২১  

মঠবাড়িয়া প্রতিনিধি:

মুজিব শতবর্ষে পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলার ধানীসাফা ইউনিয়নে ফুলঝুড়ি গ্রামে ফুলঝুড়ি ওয়াজেদিয়া দাখিল মাদ্রাসার ৭২ লাখ টাকা ব্যয়ে নতুন ভবন নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। আনুষ্ঠানিক ভাবে উদ্বোধনের অপেক্ষায় রয়েছে দৃষ্টি নন্দন আধুনিক এ মাদ্রাসা ভবনটি।

জানা গেছে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতায় কার্যাদেশ পাবার পর মেসার্স আরজু এন্টারপ্রাইজ ২০১৯-২০ অর্থ বছরে এ নতুন একাডেমিক ভবনের কাজ শুরু করেন। সম্প্রতি আধুনিক এ স্কুল ভবনটি নির্মাণ কাজ সম্পন্ন হয়। ভবনটিতে রয়েছে বঙ্গবন্ধু কর্ণার।

মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাহাবুবুল আলম বলেন, এ শিক্ষা প্রতিষ্ঠানে ৩ শতাধিত শিক্ষার্থী রয়েছে। আধুনিক এ স্কুলটি ভবনটি নির্মানের ফলে কক্ষ সংকট দুর হয়েছে। শিক্ষার্থীরাও এখন অনেক স্বাচ্ছন্দে ক্লাস করতে পারবে।

ম্যানেজিং কমিটির সভাপতি আবু সাঈদ মোল্লা বলেন, মুজিব শতবর্ষে  শিক্ষা বান্ধব সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুজিব শতবর্ষে উপহার স্বরূপ আধুনিক এ ভবনটি নির্মাণ হওয়ায় শিক্ষার্থীরা অনেক স্বাচ্ছন্দে ক্লাস করতে পারবে। ১৯৮৪ সালে তিনি এ মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন। প্রতি বছরই শিক্ষার মান সন্তোষশজনক হয়ে আসছে। শিঘ্রই আনুষ্ঠানিক ভাবে এ নতুন ভবনের উদ্বোধন করা হবে।