• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ

মঠবাড়িয়ায় ১২১টি পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২১  

মঠবাড়িয়া প্রতিনিধি :

প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক উপহার হিসেবে পিরোজপুরের মঠবাড়িয়ার বড়মাছয়া ইউনিয়নের ১২১ টি পরিবারের মধ্যে দু‘মাসের ভিজিএফ এর ৬০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

আজ বুধবার দুপুরে উপজেলার ১১ নং বড়মাছুয়া ইউপি পরিষদ চত্বরে সামাজিক দূরত্ব বজায় রেখে ইউপি চেয়ারম্যান মো. নাসির হোসেন হাওলাদার এ চাল বিতরণ করেন ও এসময় চাল নিতে আসা লোকজনদের করোনা পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন ও মাস্ক বিহীন লোকদের মাস্ক পরিয়ে দেন। 

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম টুক, কাইয়ূম হাওলাদার, হারুণ আর রশিদ, আফজাল হোসেন কাজি, দফাদার আলাউদ্দিন ও বিভিন্ন গ্রাম পুলিশ সদস্যরা ।

ইউপি চেয়ারম্যান মো. নাসির হোসেন হাওলাদার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাদ্য সামগ্রী মানবিক উপহার ইউনিয়নে দুস্থ্য ১২১ টি পরিবারের মধ্যে মাসে ৩০ কেজি করে জুলাই ও আগস্ট দু মাসের ৬০ কেজি চাল বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর এ মনবিক সহায়তা অব্যহত থাকবে।